প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ০০:০০
![মুজিব চেয়েছে](/assets/news_photos/2023/03/26/image-31148.jpg)
ওরা চেয়েছিল শোষণের শৃঙ্খলে করে রাখবে পরাধীন
সময় চেয়েছে শৃঙ্খল ভেঙে বাঙালি হবে আত্মনির্ভর
ওরা চেয়েছিল শোষিতের ঘামে গড়ে তুলতে অট্টালিকা
সময় চেয়েছে শোষিতের শোণিতে জ্বলে উঠবে মুক্তিশিখা
ওরা চেয়েছিল পোড়ামাটি তত্ত্বে টুটাবে বাঙালির আত্মবিশ্বাস
সময় চেয়েছে তর্জনীর বজ্রনাদে কাঁপিয়ে তুলবে সিন্ধুসীমা
ওরা চেয়েছিল সাপের বীজে বিষিয়ে তুলবে বাঙালি চেতনা
সময় চেয়েছে বাঘবীর সেনার জয় বাংলার গান
ওরা চেয়েছে ভাষা কেড়ে নিয়ে পঙ্গু করে দেবে আজীবন
সময় চেয়েছে ভাষার উপমায় মুক্ত হবে প্রিয় স্বদেশ
ওরা চেয়েছিল ধর্মযুদ্ধ সময় চেয়েছে অসাম্প্রদায়িক চেতনা
ওরা চেয়েছিল বিরাণ ভূমি, সময় চেয়েছে সমুদ্র বিজয়
ওরা চেয়েছিল ব্লিৎজের রক্তগঙ্গা কিন্তু সময় চেয়েছে রেসকোর্সের মহাকাব্য
সময়কে জয় করে, জয় করে মৃত্যুর গান, পাকিস্তানিদের ইচ্ছেকে উল্টিয়ে
মুজিব চেয়েছে বাঙালির স্বাধীনতা।