প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ০০:০০
![প্রথম রমজানে এতিমদের নিয়ে অ্যাডঃ সেলিম আকবরের ইফতার](/assets/news_photos/2023/03/25/image-31113.jpg)
প্রথম রমজানে এতিমদের নিয়ে ইফতার ও দোয়ার আয়োজন করলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবর।
গতকাল ২৪ মার্চ শুক্রবার প্রথম রমজান চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাটস্থ বায়তুল আমান জামে মসজিদের ৩য় তলায় চাঁদপুর দারুছ ছুন্নাত দ্বীনিয়া মাদ্রাসা ও দারুছ ছুন্নাত আজিজিয়া হাফেজিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে এ ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চেয়ারম্যানঘাটা বায়তুল আমান জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওঃ সাইফুদ্দিন খন্দকার।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডঃ সেলিম আকবর, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ শফিউল ইসলাম, মসজিদ কমিটির সদস্য অ্যাডঃ ইউসুফ আলী, সদস্য ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ছালেহ আহমদ, চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শওকত আলী, জেলা আইনজীবী সমিতির জেনারেল অডিটর ও চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরামসহ আইনজীবী, স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিগণ।
উল্লেখ্য, প্রতি বছর রমজানের প্রথমদিনে অ্যাডঃ সেলিম আকবর এতিমদেরসহ স্থানীয়দের নিয়ে ইফতারের আয়োজন করে থাকেন।