প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ০০:০০
![চাঁদপুরে ১৪১ জন পেলো প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তার চেক](/assets/news_photos/2023/03/25/image-31112.jpg)
২৩ মার্চ চাঁদপুর জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজ্ড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থবছরের ২য় কিস্তিতে ১শ’ ৪১ জনকে জনপ্রতি ৫০ হাজার টাকা হারে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চিকিৎসা সহায়তা বাবদ সর্বমোট ৭০ লাখ ৫০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় তিনি তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে সকল রোগীর দ্রুত আরোগ্য কামনা করেন।