প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ০০:০০
অবশেষে চিকিৎসার জন্যে মানবিক আবেদনকারী চাঁদপুর শহরে বসবাসরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমানের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। সম্প্রতি ঢাকার ল্যাবএইড হাসপাতালে তার সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, তার এই সার্জারির জন্যে হাসপাতাল কর্তৃপক্ষ ৬ লাখ টাকা লাগবে বললেও চিকিৎসার খরচ বাবদ আরো এক লাখ টাকা বেড়ে সাত লাখ টাকা হয়েছে।
এতো টাকা অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের পরিবারের পক্ষে যোগান দেয়া অসম্ভব হয়ে পড়েছে। চাঁদপুর সদর উপজেলায় প্রায় ১১ হাজার প্রাইমারি স্কুলের শিক্ষক রয়েছেন। সবাই যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তিনি এই চিকিৎসা ব্যয় মেটাতে পারেন।
গত ১১ মার্চ ফলোআপ করা চিকিৎসক চীফ কার্ডিওলজিস্ট ডাঃ লুৎফর রহমানের নিবিড় তত্ত্বাবধায়নে গুরুতর অসুস্থ অবসরপ্রাপ্ত শিক্ষক মিজানুর রহমানকে আগামী আরো দুই মাস হাসপাতালে থাকার নির্দেশনা দিয়েছেন।
এজন্যে সকলের দোয়া এবং চিকিৎসা সহায়তা কামনা করেছেন পরিবারের সদস্যরা। বিকাশ করুন এই নাম্বারে বিকাশ নং ০১৭১৮৫৬৭৮০৬।
এদিকে তার সুস্থতা কামনা করে চাঁদপুর আক্কাস আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক গোফরান হোসেন এবং উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ স্ব স্ব স্কুলে দোয়া পড়ানো হয়েছে।
জিডি ৩১০/২৩