বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ মার্চ ২০২৩, ০০:০০

মায়ের চেয়ে বড় শিক্ষক পৃথিবীতে নেই
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরের গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মেধা পুরস্কার বিতরণ ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাধুরী রাণী দে-এর অবসরজনিত বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ মার্চ সোমবার শহরের শপথ চত্বরে এলাকার স্কুল মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন।

তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদেরকে সুন্দর জীবন গড়তে নিয়মিত পড়াশোনার পাশাপাশি ক্রীড়া সংস্কৃতচর্চা ও ধর্মীয় রীতিনীতি অনুসরণ করতে হবে। শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হয়ে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করতে হবে। শিশুরা কাদামাটির মতো, তাদের যেভাবে গড়ে তুলবে তেমনভাবেই বেড়ে উঠবে। শিশুদের শিক্ষা দিতে হবে তারা যেন অন্যের ক্ষতি না করে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে শিক্ষা অর্জন করবে, কিন্তু ভালো মানুষ হওয়ার শিক্ষা মাকেই দিতে হবে।

তিনি আরো বলেন, এই প্রজন্ম আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে গড়ে তুলতে হবে। মায়ের চেয়ে বড় শিক্ষক পৃথিবীতে নেই। মায়েরা তার সন্তানকে প্রকৃত ও সঠিক শিক্ষায় শিক্ষিত করবেন। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

বিদ্যালয়ের অভিভাবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ এমএ বারী খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা আক্তার।

বিদ্যালয়ের শিক্ষিকা শাহানারা বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ রবিউল হোসেন, বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক সমিতির সভাপতি শবে বরাত সরকার, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মানসুর আহমেদ, হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নরেন্দ্র নারায়ণ চাক্রবর্তী প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হাই, চাঁদপুর সদর ইনস্ট্রাক্টর ইউআরসি মোঃ সাদেক হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাশেদা খাতুন, নাজমা আক্তার, ফারজানা, শাহনাজ আক্তার, নাসরিন আক্তার ও নাছরিন বেগম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়