প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ০০:০০
![শীতবস্ত্র বিতরণ করলো মানবসেবা সংস্থা](/assets/news_photos/2023/01/21/image-28653.jpeg)
চাঁদপুর সদর উপজেলায় মানব সেবা সংস্থা (এইচ.এস.ও.)-এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৯ জানুয়ারি বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার মমিনপুর গ্রাম সমিতির সাহেব বাজারে প্রায় ১২০ জন পরিবারের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
মানবসেবা সংস্থা (এইস.এস.ও.)-এর সহ-সম্পাদক রবিউল আলমের সঞ্চালনায় জাতীয় ছাত্র সমাজ চাঁদপুর জেলার আহ্বায়ক মোঃ শরিফ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সাদ্দাম ও বাগাদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম আকিব। আরো উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহজাহান গাজী, সমাজসেবক জাকারিয়া খান, ফারুক মুন্সী, মানব সেবা সংস্থা (এইচ.এস.ও.)-এর সভাপতি আল আমিন আহমেদ, সহ- সভাপতি মোঃ তারেক, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, সহ-সাংগঠনিক সম্পাদক আকলিমা আক্তার, অর্থ সম্পাদক মরিয়ম আক্তার রাহা, প্রচার সম্পাদক সুইম পাটোয়ারী, সহ-প্রচার সম্পাদক আরমিন মজুমদার, সদস্য কামরুল হাছান, পলি আক্তার, ফারিহা আক্তার, সাজ্জাদ সানি, আঁখি আক্তার, বৃষ্টি আক্তার, পিন্টু, সাইফুল ইসলাম, হিমেল আল আমিন, মহিউদ্দিন কাজি ও ফরিহা আক্তার রিতু সহ অন্যরা।