প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদীর ব্যক্তিগত অর্থায়নে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীদের স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। ১৭ জানুয়ারি (মঙ্গলবার) বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন। তিনি বলেন, আজকে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নিজস্ব অর্থায়নে স্কুল ড্রেস দিচ্ছে এটি একটি মহতী উদ্যোগ। আমি এজন্য ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদীকে ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে এবং স্কুল ড্রেস পরে আসতে হবে। স্কুল ড্রেস একজন শিক্ষার্থীকে আইডেন্টিফাই করতে পারে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী বলেন, স্কুল ড্রেস পরে নিয়মিত স্কুলে আসতে হবে। গরিব ও অসহায় শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেয়া হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন। বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, উপজেলা বিআরডিবির সাবেক কর্মকর্তা মোঃ সোলাইমান মুন্সি প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।