প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩, ০০:০০
![জেলা-উপজেলায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি আজ](/assets/news_photos/2023/01/16/image-28482.jpg)
১০ দফা দাবি বাস্তবায়ন এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে আজ ১৬ জানুয়ারি চাঁদপুরসহ সারাদেশে জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিএনপি। পূর্বঘোষিত এ কর্মসূচি চাঁদপুর সদর উপজেলার বাবুরহাটে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া অন্য উপজেলাগুলোতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করবে উপজেলা বিএনপি। জেলা বিএনপির নেতাদের সাথে আলাপ করে এ তথ্য জানা যায়। গত ১১ জানুয়ারি ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।