বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ০০:০০

চাঁদপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্ষপঞ্জিকা উন্মোচন
অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম-বিশ্ববিদ্যালয়ের বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল ১৪ জানুয়ারি শনিবার বিকেল ৫টায় চট্টগ্রাম নগরীর অন্যতম প্রাণকেন্দ্র মুরাদপুর হোটেল জামান রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজে অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক, ছাত্র উপদেষ্টা ও বর্তমান সদস্যদের উপস্থিতিতে ‘ক্যালেন্ডার মোড়ক উন্মোচন-২০২৩’-এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক আ.ন.ম. শামীম হাসান, কাজী আবদুস সোবহান, অ্যাসোসিয়েশনের ছাত্র উপদেষ্টা ও বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একঝাঁক চাঁদপুরের শিক্ষার্থী। এছাড়াও ফোনকলে যুক্ত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক লায়ন আলহাজ্ব মোঃ আবিদ আলী ভূঁঞা।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক ইবনে আরমানের সঞ্চালনায় অতিথিরা বক্তব্যে বলেন, ক্যালেন্ডার মানুষের নিত্যপ্রয়োজনীয় একটি জিনিস। বিশেষ করে কর্মজীবী ও শিক্ষার্থীদের জন্যে ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমাদের চাঁদপুরের শিক্ষার্থীদের এমন ভিন্নধর্মী কার্যক্রম সত্যি প্রশংসনীয়।

অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি মাহফুজ আলম অনিক বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও আমরা বছর ক্যালেন্ডার করেছি। যা অ্যাসোসিয়েশনের অন্যতম একটি সৃজনশীল কর্মধারা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সংগঠনের পৃষ্ঠপোষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্যালেন্ডার বিতরণ করা হয়।

উল্লেখ্য, চাঁদপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। যা ২০১০ সালের ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুরের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতি বছর চাঁদপুর জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত চবির ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের যাতায়াত নির্দেশনা, পরীক্ষাকালীন সময়ে বিনামূল্যে থাকার ব্যবস্থা, অপরিচিত ক্যাম্পাসে চাঁদপুরের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়াসহ বিভিন্ন বিষয়ে ভ্রাতৃত্বসুলভ সহযোগিতা করে আসছে।

দরিদ্র শিক্ষার্থীদের জন্যে আর্থিক সহায়তা ও শিক্ষা সামগ্রীর ব্যবস্থা করা, দূরদর্শী চেতনা ও দক্ষ নাগরিক তৈরির লক্ষ্যে সৃজনশীল প্রতিযোগিতা, ক্যাম্পাসে আগত নবীনদের সার্বিক সহযোগিতা, বিভিন্ন দিবস উদযাপন, বার্ষিক ট্যুর, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রোগ্রাম, চড়ুইভাতি, বার্ষিক ক্যালেন্ডার উম্মোচন প্রোগ্রাম, নবীন সংবর্ধনা-প্রবীণ বিদায় অনুষ্ঠান, চাঁদপুরের ঐতিহ্য নিয়ে ম্যাগাজিন প্রকাশনা, শিক্ষামূলক ক্যারিয়ার আড্ডাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুরের শিক্ষার্থীদের নানাবিধ সমস্যার সমাধানকল্পে নিয়মিত কাজ করে যাচ্ছে সংগঠনটি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়