প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২, ০০:০০
![শীতার্তদের মাঝে স্বপ্নছায়ার শীতবস্ত্র বিতরণ](/assets/news_photos/2022/12/21/image-27426.jpeg)
ফরিদগঞ্জ উপজেলার ১৪নং দক্ষিণ ইউনিয়নস্থ কালিরবাজারের স্বপ্নছায়া সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
‘মানুষ মানুষের জন্য, জয় হোক মানবতার’ এই স্লোগানকে সামনে রেখে শীতার্তদের একটুখানি উষ্ণতা ছড়িয়ে দিতে গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১০টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বর্তমান কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম নিশুর পরিচালনায় অর্ধ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের সভাপতি জিল্লুর রহমান অভ্র এই প্রতিবেদককে জানান, মহান বিজয় দিবস উপলক্ষে আমরা চেয়েছি একটি ভালো কাজ করতে, তারই ধারাবাহিকতায় আল্লাহর অশেষ রহমতে সংগঠনের সদস্যদের সার্বিক প্রয়াসে আমরা তা সম্পন্ন করতে পেরেছি। এ উদ্যোগের শুরু থেকে শেষ পর্যন্ত নিরলসভাবে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে আমাদের পাশে থেকে কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের প্রত্যাশা, সমাজের বিত্তবানরা অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াবে, মানবতার সেবায় এগিয়ে আসবে। তবেই পারস্পরিক প্রয়াসে সুন্দর সমাজ গড়ে উঠবে।
এদিন শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সাব্বির আহম্মেদ, নিশান সরকার, মাহমুদ হাসান, দেওয়ান মোঃ রাসেদ হোসেন, মোঃ জাহিদ, মোঃ রাসেল আহমেদ, মোঃ মাইনুদ্দিন, মোঃ সোহেব গাজী, মোঃ বিপুল মৃধা, আয়েশা আক্তার সহ অন্যরা।