বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ০০:০০

মতলব উত্তরে আনসার ও ভিডিপির বার্ষিক সমাবেশ
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলা আনসার ও ভিডিপির বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে বার্ষিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চাঁদপুর জেলা কমান্ড্যান্ট উজ্জল কুমার পাল। প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবদুল্লাহ আল নোমানের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান জুয়েল। এ সময় উপজেলার সকল আনসার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উজ্জ্বল কুমার পাল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে আনছার-ভিডিপি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। স্বাধীনতার সময় মুক্তি বাহিনীর পাশে ছিলো আনসার বাহিনী। অদ্যবধিও আনসার ভিডিপি কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ হলো শান্তির মডেল। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন মাদার অব হিউম্যানিটি। ক্ষুধা ও দরিদ্রমুক্ত দেশ গড়তে কাজ করছেন শেখ হাসিনা।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস বলেন, শান্তি শৃঙ্খলা ও উন্নয়নে আনসার ও ভিডিপি কাজ করে যাচ্ছে। তা আজকের সমাবেশে আবার প্রমাণ হলো। সকলে একতাবদ্ধ হয়ে এই প্রথম সমাবেশ একটি সফল সমাবেশ উপহার দেয়ার জন্য তিনি আনসার বাহিনীকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং, সামাজিক অপরাধ দমনে আনসার বাহিনীকে সজাগ থাকতে হবে এবং তা প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

দুজন আনসার সদস্যকে বাইসাইকেল ও একজন আনসার সদস্যকে উপহার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়