বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৮

আওয়ামী লীগ নেতা আলী আরশাদ মিয়াজী আটক

গোলাম মোস্তফা
আওয়ামী লীগ নেতা আলী আরশাদ মিয়াজী আটক

চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১টায় চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কস্থ নিজ বাড়ির সামনে থেকে সদর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায় ।

আলী আরশাদ মিয়াজী প্রায় দেড় যুগ যাবত চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁর পরিবারের দাবি, তিনি ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে জড়িত। তিনি মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। প্রতিহিংসার রাজনীতি তিনি করেননি। এছাড়া ভিন্নমতের রাজনৈতিক নেতা-কর্মীদের হয়রানি বা ক্ষতিগ্রস্ত হোক এমন কোনো কর্মকাণ্ড তিনি করেননি।

পরিবারের পক্ষ থেকে আরো জানানো হয়, ইতিমধ্যে চাঁদপুরে যে সকল রাজনৈতিক মামলা হয়েছে, সেখানে তিনি কোনো এজাহারভুক্ত আসামি নন।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া বলেন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে ৩টি মামলায় সন্দেহভাজন আসামী দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস, তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে মামলাগুলোর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

তিনি বলেন, প্রতিটি মামলায় স্ব স্ব তদন্তকারী কর্মকর্তা আলাদা রিমান্ড আবেদন করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়