বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১২

হাজীগঞ্জে গলায় ডিম আটকে শিশুর করুণ মৃত্যু

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে গলায় ডিম আটকে শিশুর করুণ মৃত্যু

হাজীগঞ্জে গলায় ডিম আটকে গিয়ে মেহজাবিন আক্তার নামে ২৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু এ এলাকার মোহাম্মদ উল্যাহর মেয়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, এদিন সকালে শিশু মেহজাবিন ডিম খাচ্ছিলো। এ সময় শিশুটির গলায় ডিম আটকে গেলে সে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিলো খাওয়ার সময় শিশুটির গলায় ডিম আটকে যায়। পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আসার আগেই শিশুটির দম বন্ধ হয়ে মারা যায়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, এ বিষয় জানা নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়