বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ২০:৪২

মতলবে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মতলব দক্ষিণে পানিতে ডুবে সৌরভ খান নামের দুবছর বয়সী এক শিশু মারা গেছে। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে উপজেলার নারায়ণপুর পৌরসভার কালিকাপুর এলাকার খান বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সৌরভ কালিকাপুর এলাকার খান বাড়ির কাপড় ব্যবসায়ী মো. কায়েস খানের ছোট ছেলে।

জানা যায়, ঘটনার দিন বেলা সাড়ে ১১টার দিকে শিশু সৌরভ খেলতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ভাসমান অবস্থায় পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালেহ্ আহাম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়