প্রকাশ : ২২ নভেম্বর ২০২২, ০০:০০
![ফরিদগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ](/assets/news_photos/2022/11/22/image-26293.jpeg)
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খুন, গুম, বিএনপির নেতা-কর্মীদের হত্যা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় আয়োজিত জনসমাবেশে যোগ দিতে গত কদিন ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণমানুষের হাতে লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের নির্দেশে গত রোববার ও গতকাল সোমবার ফরিদগঞ্জের ১৫নং রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে বিএনপির একটি দল ওই ইউনিয়নের রূপসা বাজার, রুস্তম বাজার ও ভাটেরহদসহ বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে উক্ত লিফলেট বিতরণ করেন।
এ সময় বিএনপি নেতা আব্দুল জলিল বলেন, আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির গণসমাবেশে যোগ দিতে দলের কেন্দ্রীয় নেতা সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের নির্দেশে আমরা ওই সমাবেশে যাওয়ার দাওয়াত হিসেবে গণমানুষের হাতে উক্ত লিফলেট বিতরণ অব্যাহত রাখবো।