মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ নভেম্বর ২০২২, ০০:০০

এশিয়ায় ৫ম শিল্পবিপ্লবে নেতৃত্ব দিবে বাংলাদেশ
অনলাইন ডেস্ক

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আশা প্রকাশ করেন এশিয়ায় ৫ম শিল্প বিপ্লবের নেতৃত্ব দিবে বাংলাদেশ। ৫ম শিল্প বিপ্লবের প্রধান দিক হলো মানুষের সাথে প্রযুক্তির সরাসরি মিথষ্ক্রিয়া, যা শুধু শুধু প্রযুক্তির বৃদ্ধি নয়, বরং সামাজিক ও মানবিক উন্নয়নের দিকে পরিচালিত করে। তিনি ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বিশ্বে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার প্রকল্প হাতে নিয়েছিলেন, যা আমরা অর্জন করেছি এবং প্রযুক্তিকে সামাজিক ও মানবিক উন্নয়ন নিশ্চিত করতে আমাদের এখন শিল্পবিপ্লব ৫.০-এ যেতে হবে, যা আগামীতে একটি উন্নত বাংলাদেশের দিকে নিয়ে যাবে।

৪র্থ শিল্পবিপ্লবের যুগে শিক্ষার্থীদের শিক্ষা পদ্ধতিকে তথ্য প্রযুক্তির আলোকে সামঞ্জস্য করার লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মাঝে ফ্রি ল্যাপটপ বিতরণ ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের একটি যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশের প্রথম পলিটেকনিক হিসেবে ড্যাফোডিল পলিটেকনিক ‘ঙহব ঝঃঁফবহঃ ঙহব খধঢ়ঃড়ঢ়’-এর আওতায় শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছিলো ফ্রি ল্যাপটপ। এরই ধারাবাহিকতায় ২১ নভেম্বর ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কেও ৭১ মিলনায়তনে ৩য়বারের মতো অনুষ্ঠিত হলো ‘খধঢ়ঃড়ঢ় ফরংঃৎরনঁঃরড়হ পবৎবসড়হু-২০২২’। যেখানে প্রতিটি শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হলো ডিসিএল ব্রান্ডের অত্যাধুনিক ল্যাপটপ। যা শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান বিকাশে, দক্ষতা ও মেধা যাচাইয়ের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের আত্মপ্রকাশে সহায়ক ভূমিকা পালন করবে। ড্যাফোডিল পলিটেকনিকের অধ্যক্ষ কেএম হাসান রিপনের সভাপ্রধানে বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বিভাগের মহাপরিচালক ড. ওমর ফারুক। অনুষ্ঠানে ড্যাফোডিল পলিটেকনিকের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়