প্রকাশ : ২১ নভেম্বর ২০২২, ০০:০০
![এসিডে দগ্ধ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা দিলো এপি ফাউন্ডেশন](/assets/news_photos/2022/11/21/image-26259.jpg)
মতলব উত্তর উপজেলায় মান্নান হোসেন নামে এক এসিড দগ্ধ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা হিসেবে ২০ হাজার টাকা প্রদান করেছে সমাজসেবামূলক সংগঠন এপি ফাউন্ডেশন। রোববার এপি ফাউন্ডেশনের পক্ষ থেকে আহসানুজ্জান সজিব চিকিৎসার সহায়তার টাকা মান্নান হোসেনের মায়ের হাতে তুলে দেন।
মান্নান হোসেন ঢাকায় একটি পিকআপ ভ্যানের হেলপার হিসেবে কাজ করতেন। সম্প্রতি ওই পিকআপে ব্যাটারির এসিড নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় কবলিত হয়ে এসিডে ঝলসে যায় মান্নান। চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছিল তার পরিবার। বর্তমানে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন। মান্নান হোসেনের বাড়ি মতলব উত্তর উপজেলার মিলারচর গ্রামে। এপি ফাউন্ডেশন কর্তৃক আর্থিক সহায়তা পেয়ে বেশ আনন্দিত তার পরিবার।