প্রকাশ : ২১ নভেম্বর ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার রূপসা বাজারে ব্র্যাক ব্যাংকের এজেন্ট আউটলেট উদ্বোধন হয়েছে। ২০ নভেম্বর রোববার দুপুরে রূপসা মধ্য বাজারে ব্র্যাক ব্যাংক হাজীগঞ্জ শাখার এজেন্ট রিলেশনশীপ অফিসার স্বপন কুমারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কাউছারুল আলম কামরুল। এজেন্ট তুষার সাহা সোহাগের স্বগাত বক্তব্যের পর বিশেষ অতিথি হিসেবে রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম হোসেন, সাধারণ সম্পাদক এসএম সোহেল রানা, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, এজেন্ট তুষার সাহার পিতা উৎপল সাহা, রূপসা বাজার কমিটির সহ-সভাপতি আলী আকবর ফারুক, মাহবুবুর রহমান গাজী ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন বক্তব্য রাখেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে এজেন্ট ব্যাংকের উদ্বোধন করেন।