প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২, ০০:০০
![হাজীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনি সম্পাদক সুমন](/assets/news_photos/2022/11/18/image-26121.jpg)
হাজীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন।
নতুন করে ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে উপস্থিত সভ্যদের (৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য) মধ্য থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর নাম প্রস্তাব ও সমর্থনের জন্য আহ্বান করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন।
এতে সভাপতি পদে একক প্রার্থী হিসেবে রায়হানুর রহমান জনি এবং সাধারণ সম্পাদক পদে লিটন পাটওয়ারী, জসিম রহমান ও সুমন তালুকদারসহ তিনজনের নাম প্রস্তাব ও সমর্থন করা হয়। পরে সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে সমঝোতা না হওয়ায় সম্মেলনের সভাপতি ভোট গ্রহণের সিদ্ধান্ত দেন। ভোটে সুমন তালুকদার জয়ী হন।
এরপর সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ শেষে আ.স.ম. মাহবুব-উল আলম লিপন আগামি তিন বছরের জন্য ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে রায়হানুর রহমান জনি ও সাধারণ সম্পাদক পদে সুমন তালুকদারের নাম ঘোষণা এবং সম্মেলনের সমাপ্তি করেন।
এর আগে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সীর উপস্থাপনায় অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ও হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত প্রমুখ। এ সময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।