প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২, ০০:০০
![ফরিদগঞ্জে শিয়ালের মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা](/assets/news_photos/2022/11/18/image-26119.jpg)
ফরিদগঞ্জে ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে শিয়ালের মাংস বিক্রির অপরাধে দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় শিয়ালের মাংস ও চামড়া উদ্ধার করে তা ধ্বংস করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামে এই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের আঃ জলিলের ছেলে মোঃ শহীদ হোসেন ও মৃত কোরবান আলীর ছেলে আমির হোসেনসহ শহীদের স’ মিলের সামনে শিয়ালের মাংস বিক্রি করছিলো। এ সময় স্থানীয় এক বাসিন্দা ৯৯৯-এ ফোন দিয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছাকে অবহিত করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার ফরিদগঞ্জ থানার এসআই একরামুল হকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত শহীদ হোসেন ও আমির হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-এর (২০০৯) ধারানুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় শিয়ালের মাংস ও চামড়া উদ্ধার করে তা ধ্বংস করা হয়।