সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২, ০০:০০

মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২২ উদযাপন
অনলাইন ডেস্ক

মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ‘অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের’ সহযোগিতায় এবং চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘স্ট্রেনথিনিং কোয়ালিটি আই কেয়ার সার্ভিসেস ফর চিলড্রেন এন্ড নিউবর্নস’-এর আওতায় ১৭ নভেম্বর বৃহস্পতিবার বিশ্ব অপরিণত নবজাতক দিবস-২০২২ যথোপযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি, মোটর শোভাযাত্রা, আলোচনা সভা এবং আরওপি বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে।

এ আয়োজনে বক্তারা বলেন, বিশ্বে প্রতিবছর প্রায় ৪০ লাখ শিশু অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করে। যে সকল শিশু ৩৫ সপ্তাহের পূর্বে জন্মগ্রহণ করে এবং যাদের ওজন ২০০০ গ্রামের চেয়ে কম এবং জন্মের পরে কৃত্রিম অক্সিজেন সরবরাহ করতে হয়, তাদের মধ্যে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি বা চোখের আরওপি রোগ হতে পারে। আরওপি শিশু অন্ধত্বেও অন্যতম প্রধান কারণ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিশু-কিশোরকে অন্ধত্বের হাত থেকে রক্ষা করার জন্যে প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধিকরণ এবং পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা। মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল চাঁদপুর-এ বিশেষায়িত শিশু বিভাগ স্থাপনের পাশাপাশি অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় প্রশিক্ষিত জনবলের মাধ্যমে আরওপি ইউনিট চালু করা হয়েছে। যার মাধ্যমে অপরিণত নবজাতক শিশুদেরকে আরওপি স্ক্রিনিং এবং চিকিৎসা প্রদান করা হচ্ছে, যা অত্যন্ত যুগোপযোগী উদ্যোগ এবং প্রশংসার দাবিদার। এজন্যে উপস্থিত সকলে অরবিস ইন্টারন্যাশনাল এবং হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সহযোগিতার ধারা অব্যাহত রাখার অনুরোধ করেন। দিবসটি উদযাপন উপলক্ষে হাসপাতালের আরওপি ইউনিটে অপরিণত নবজাতক শিশুদের বিনামূল্যে আরওপি স্ক্রিনিং করা হয় এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। হাসপাতালের আরওপি ইউনিটে প্রতিমাসে গড়ে ৭০ থেকে ৭৫ জন শিশুকে আরওপি স্ক্রিনিং সেবা প্রদান করা হয়ে থাকে এবং স্বল্পমূল্যে আরওপি আক্রান্ত শিশুদের এন্টিভিজিএফ ইঞ্জেকশন সেবা দেয়া হয়। হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক এমএ মাসুদ ভূঁইয়া সার্বিক কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং চাঁদপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানান এবং এ ধরনের আরো কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

হাসপাতালের ম্যানেজার এডমিনিস্ট্রেশন শামীম খানের সঞ্চালনায় আরওপি বিষয়ক ওরিয়েন্টশন প্রোগ্রামে অংশগ্রহণকারীদের মধ্যে আরওপি এবং চক্ষু চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন হাসপাতালের চীফ কনসালটেন্ট ডাঃ মোঃ আনোয়ার হোসেন শেখ, রেটিনা ও আরওপি চিকিৎসক ডাঃ মোঃ সাইফুল ইসলাম এবং চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডাঃ মোঃ সাইফুল ইসলাম সোহেল, অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মাহসিনা আফরোজ প্রমুখ।

দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, প্যারামেডিকস, কর্মকর্তা, কর্মচারীবৃন্দসহ চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়