প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২, ০০:০০
মতলব রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট, সাপ্তাহিক দিবাকণ্ঠের সম্পাদক ও প্রকাশক রোটাঃ সাংবাদিক শ্যামল চন্দ্র দাসের পিতা এবং মতলব উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়নের তিতারকান্দি গ্রামের দুইবারের মেম্বার নৃপেন্দ্র চন্দ্র দাস গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মৃত্যুবরণ করেন (দিব্যান লোকান স গচ্ছতু)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ ১৬ নভেম্বর সকাল ৭টায় তার মরদেহ সৎকার করা হবে। তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মতলব রোটারী ক্লাবের শোক
মতলব রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রোটাঃ শ্যামল চন্দ্র দাসের পিতা নৃপেন্দ্র দাসের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির ও সাধারণ সম্পাদক রোটাঃ মোঃ মনির হোসেনসহ সদস্যবৃন্দ।