সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২, ০০:০০

পৌর আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হিসেবে সকলের দোয়া চাই
অনলাইন ডেস্ক

আগামী ৬ ডিসেম্বর চাঁদপুর পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনকে সামনে রেখে চাঁদপুর পৌর আওয়ামী লীগের অধীনস্থ ১৫টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকদের সাথে মতবিনিময় সভা করেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও আসন্ন পৌর আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী আলহাজ্ব নূরুল ইসলাম নূরু।

গতকাল ১৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পুরাণবাজার মমিনবাগস্থ নিজ বাসভবনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। তিনি বলেন, আপনারা সমর্থন দিলে আমি চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হতে চাই। আর আপনারা না চাইলে আমি প্রার্থী হতে চাই না। আপনারা আমার মূল শক্তি। সভাপতি হই বা না হই সবসময় আপনাদের পাশে আছি ও থাকবো। তবে পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের সাথে সমন্বয় করবো না, তা হবে না। আমি দলকে ভালোবাসি, তাই রাজনীতি করি। সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। কারণ তৃণমূল হলো রাজনৈতিক দলের মূল চালিকাশক্তি। আমি মনে করি, আপনারা আমার শক্তি।

তিনি আরও বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান। রাজনীতির প্রতি হিংসার কারণে আমার নামে বিভিন্ন প্রপাগা-া ছড়ানো হচ্ছে। যদি আমার কোন দুর্নাম থাকে তাহলে আমি রাজনীতি করতে পারতাম না। সরকারের এনএসআই ও ডিএসবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সকল তথ্য রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

পৌর আওয়ামী লীগ সদস্য সেলিম মিয়াজীর সভাপতিত্বে ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম বিপ্লবের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁদপুর পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর খালেদা খানম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক তৈমুর রহমান টিপু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল তালুকদার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মফিজ বেপারী, সাধারণ সম্পাদক গাজী মোঃ হাসান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির বেপারী, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম গাজী, আব্দুল ওহাব বেপারী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম খান, সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমেদ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মামুন জমাদার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইয়াছিন মিয়াজী (সোহাগ), সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের মোল্লা, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাপ্পী পাল, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বেপারী, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী মানিক, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু জাফর খান, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হক গাজী, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ শাহ্ আলম মিয়া নান্নু, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক (মাস্টার) ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মৃধা। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়