প্রকাশ : ২৩ অক্টোবর ২০২২, ০০:০০
![রাজারগাঁও ইসলামী পাঠাগারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত](/assets/news_photos/2022/10/23/image-24933.jpg)
হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইসলামী পাঠাগারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল ২২ অক্টোবর পশ্চিম রাজারগাঁও হায়দার আলী হাজী ফোরকানিয়া মাদ্রাসা কমপ্লেক্সে রাজারগাঁও ইসলামী পাঠাগারের উদ্যোগে হাফেজ সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থী সহায়তা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবক আলহাজ্ব মোঃ মোতালেব বেপারীর সভাপতিত্বে ও রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মাওঃ মোঃ ছিদ্দিকুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঠাগারের প্রধান পৃষ্ঠপোষক ও স্থায়ী কমিটির প্রধান সমন্বয়ক আমেরিকা প্রবাসী আলহাজ্ব ইঞ্জিঃ নেয়ামত উল্যাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাঠাগারের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারগাঁও সাবেক ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম বকাউল, গণ্যমান্য তরিকুল্লাহ গাজী, মোঃ আবুল হাশেম বকাউল, পাঠাগারের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বিপ্লব, মাওঃ সালেহ আহম্মদ, আইয়ুব আলী মাহফুজ, মোঃ ফরহাদ খান, সদস্য মোঃ ফজলে রাব্বি, আল-আমিন হোসেন রবিন, রাফিম খান, আদনান রিভান প্রমুখ।