প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ০০:০০
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পদে সমাজসেবক ও শিক্ষানুরাগী রাজিব আহমেদ রাজু পুনরায় নির্বাচিত হয়েছেন। ২৮ জুলাই বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত ২.৩৫.১৩.৪০.২১২.২২.৩৫.২১.১৪২৫ স্মারকের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। স্মারকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা ২০০৯-এর ৩৯(১) ধারা অনুসারে আগামী ৬ মাসের জন্যে রাজিব আহমেদ রাজুকে সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদকে সদস্য সচিব, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ মান্নানকে শিক্ষক প্রতিনিধি ও মোঃ আলাউদ্দিন বাবুলকে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত করে এডহক কমিটির অনুমোদন দেয়া হয়।
এক প্রতিক্রিয়ায় রাজিব আহমেদ রাজু চাঁদপুর কণ্ঠকে জানান, আমাকে মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে সপ্তমবারের মতো নির্বাচিত করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী সকলের সহযোগিতা কামনা করছি। আমি দীর্ঘদিন সভাপতি থাকাকালীন এই বিদ্যালয়ের অবকাঠামোগত যে উন্নয়ন সাধিত হয়েছে ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।