প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২, ০০:০০
আজ ১৪ অক্টোবর শুক্রবার বাদ আছর থেকে চাঁদপুর বড় স্টেশন মাছঘাট ব্যবসায়ীদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল মাছঘাটে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা শাইখুল হাদিস আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছেরে কুরআন আল্লামা খুরশিদ আলম কাসেমী।
এছাড়াও বক্তব্য রাখবেন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ। মাহফিলে সভাপতিত্ব করবেন মাছঘাটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জালাল উদ্দিন বাবুল হাজী। উপস্থিত থাকবেন চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও সাধারণ সম্পাদক হাজী শবেবরাত সরকার। উক্ত মাহফিলে আরো ওলামায়ে কেরাম তাসরিফ আনবেন। ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে ওয়াজ মাহফিলে উপস্থিত থাকার জন্য মাছঘাট ব্যবসায়ী এন্তেজামিয়া কমিটি অনুরোধ জানিয়েছে।