প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২, ০০:০০
![চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের ফ্যামিলি ডে উদযাপন](/assets/news_photos/2022/10/13/image-24513.jpg)
সম্প্রতি চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের ফ্যামিলি ডে উদযাপন করা হয়েছে। চাঁদপুর রেলওয়ে শিশু বিদ্যালয়ে পরিবারের সদস্যদের নিয়ে এ আয়োজন করা হয়।
ক্লাবের সভাপতি মাহমুদা খানমের সভাপতিত্বে ফ্যামিলি ডেতে অংশ নেন ক্লাবের সাবেক সভাপতি তাসনুভা রহমান তন্বী, মুক্তা পীযূষ, তাসলিমা সুলতানা মুন্নী, সেক্রেটারী ডালিয়া খানম, ভাইস প্রেসিডেন্ট রওশন আক্তার, মিতু আক্তার, সদস্য মার্জিয়া রুহি, এডিটর নাছরিন আক্তার, সদস্য রুবিনা মরিয়মসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এদিন ক্লাবের সদস্যরা বিভিন্ন খেলাধুলা, প্রতিযোগিতা, আড্ডা, মধ্যাহ্নভোজের মাধ্যমে দিনটি উপভোগ করেন।