প্রকাশ : ১২ অক্টোবর ২০২২, ০০:০০
![শেখ হাসিনা সর্বদা এদেশের মানুষের কথা চিন্তা করেন](/assets/news_photos/2022/10/12/image-24468.jpg)
স্বল্প আয়ের মানুষের কষ্ট লাঘবে এক কোটি মানুষকে বিশেষ কার্ড দেয়ার উদ্যোগের অংশ হিসেবে ফরিদগঞ্জ পৌর এলাকায় টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। ১১ অক্টোবর মঙ্গলবার সকালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে পৌরসভার ৮ ও ৯নং ওয়ার্ডের লোকজনের মাঝে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী। পরে তিনি পৌরসভা মাঠে ৫, ৬, ৭নং ওয়ার্ডের লোকজনের মাঝে পণ্য বিক্রির উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, করোনা মহামারির পর বিশ্বে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব পড়ছে জনজীবনে। তাই সরকার জনগণকে সাশ্রয়ী মূল্যে টিসিবির মাধ্যমে পণ্য ক্রয়ের সুযোগ করে দিচ্ছে। এতে অন্তত কিছুটা হলেও জনগণ উপকৃত হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সর্বদা এদেশের মানুষের কথা চিন্তা করেন। তিনি এই চিন্তা থেকেই বর্তমান সময়ে মানুষের জন্য টিসিবি পণ্য বিক্রি অব্যাহত রেখেছেন।
টিসিবি পণ্য বিতরণকালে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, ক্যাশিয়ার গিয়াসউদ্দিন, পৌর কাউন্সিলর জাকির হোসেন, সাজ্জাদ হোসেন টিটু, মোহাম্মদ হোসেন প্রমুখ।
পৌরসভা সূত্রে জানা গেছে, এবার পৌরসভায় ২৭৯২টি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিতরণ করা হবে।