প্রকাশ : ১১ অক্টোবর ২০২২, ০০:০০
হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিটু (৪০) আর নেই। সোমবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ব্রেনস্টোকজনিত কারণে তিনি মারা যান। আজ (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর বাজারস্থ ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। তিনি ওই ইউনিয়নের সুহিলপুর গ্রামের হাওলাদার বাড়ির নোয়াব আলী হাওলাদারের ছেলে। মৃত্যুকালে তিনি বাবা, মা, স্ত্রী ও এক শিশু সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়ে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান জনপ্রতিনিধি ও রাজনেতিক নেতৃবৃন্দ।
জানা গেছে, নিকটাত্মীয়ের অসুস্থতার খবর শুনে সোমবার সকালে তাকে দেখতে ঢাকায় যান হাবিবুর রহমান হিটু। এরপর ওইদিন বিকেলে তিনি সেখানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ ১১ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় সুহিলপুর বাজারস্থ ঈদগাহ মাঠে মরহুম হাবিবুর রহমান হিটুর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে হাবিবুর রহমান হিটুর অকাল মৃত্যুতে তার পরিবার, নিকট আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।