প্রকাশ : ১১ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)। চাঁদপুরের বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের আয়োজনে এ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
জমইয়াতে হিযবুল্লাহ
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বাদ মাগরিব চাঁদপুর শহরের পৌর ১৩নং ওয়ার্ড মুন্সী বাড়ি সংলগ্ন খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইসলামে জ্ঞান অর্জন করা ফরজ। এ জ্ঞান অর্জন হতে হবে ইসলামের মৌলিক বিষয়ের উপর। কিন্তু দুঃখের বিষয় আজ সাধারণ মানুষ ধর্ম নিয়ে মনগড়া কথা বলছে। তার পাশাপাশি নামধারী আলেমরাও ধর্মীয় বিষয় নিয়ে নানা কটুক্তি করছে। আর এ কটুক্তি করতে গিয়ে নবীর শানে উদ্ভট কথা বলে। যা নবীর শানে চরম বেয়াদবীর শামিল। আমরা মিলাদুন্নবীর (সাঃ) মাহফিল থেকে অঙ্গিকার করতে চাই-কেহ যদি নবীর শান-মান নিয়ে উদ্ভট কথা বলে তা আমরা প্রতিহত করবো। তিনি আরো বলেন, মানুষ নিজের সুস্থতার জন্য বিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়। ভালো বাড়ি নিমার্ণের জন্যে বিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে যায়। ভালো পড়াশোনা করতে বিজ্ঞ শিক্ষকের শরণাপন্ন হয়। তাহলে ধর্মীয় জ্ঞান অর্জন করতে আমরা ইসলামের বিজ্ঞ লোকদের কাছে যাই না কেন? যার তার কাছে জ্ঞান শিখে দাওয়াতী কাজ করলে ইসলামে চরম ফেতনা দেখা দিবে। দুঃখের বিষয়-সাধারণ মুসুল্লি, স্কুল- কলেজ পড়ুয়া ছাত্ররা ফতোয়া দিচ্ছে। আজ এমনটিই হচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে দ্বীনের সঠিক আকিদা তুলে ধরতে আলেম সমাজকে আহ্বান জানান তিনি।
সংগঠনের চাঁদপুর শহর শাখার সভাপতি মুফতি মোঃ জিয়াউদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলায় সদস্য পদপ্রার্থী মাওঃ মোঃ জাকির হোসেন হিরু। আরো বক্তব্য রাখেন সংগঠনের প্রচার সম্পাদক মাওঃ মোঃ মারুফ হোসাইন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে চাঁদপুর দীনিয়া মাদ্রাসার ছাত্ররা সুললিত কণ্ঠে নাতে রাসূল (সাঃ) পরিবেশন করে। এছাড়া খতমে কোরআন ও কাসিদা পাঠ করে। উপস্থিত ছিলেন চাঁদপুর বিসিকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক মোঃ জাকির হোসেন, পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলমসহ জমইয়াতে হিযবুল্লাহর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। পরে মিলাদণ্ডকিয়াম শেষে দোয়া মোনাজাত করেন প্রধান অতিথি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার।
শাহী জামে মসজিদ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে চাঁদপুরে শহরের শাহী জামে মসজিদে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গত শনিবার বাদ ফজর শাহী মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মুসুল্লির উপস্থিতি দেখা গেছে।
অনুষ্ঠানে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন শাহী মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি বলেন, ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ইশকে রাসূলের কাজ। নবীর শান-মান নিয়ে যে যত বেশি জানবে, নবীর প্রতি তাঁর শ্রদ্ধা মহব্বত ততবেশি বাড়বে। নবীকে ভালোবাসার নাম হলো ঈমান।
তিনি আরো বলেন, আমরা ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও সিরাতুন্নবী (সাঃ) দুটোই মানি। কেহ যদি নবীজীর জন্মকে বাদ দিয়ে শুধু কর্মজীবনকে সিরাত বলে থাকেন, তাহলে রাসূলের জীবনের আংশিক সিরাত হবে। সেটা পূর্ণাঙ্গ হবে না। সুতরাং নবীর জন্ম আগে, পরে জীবন। তাই আমরা রবিউল আউয়াল মাসে নবীর জন্ম নিয়ে আলোচনা করি। আর বাকি আরবি এগারটি মাস নবীর সিরাত নিয়ে আলোচনা করি। এ নিয়ে বিভেদ সৃষ্টি করার সুযোগ নেই। পরে মিলাদণ্ডকিয়াম পরিচালনা করেন মাওঃ মোঃ শাহীন। দোয়া মোনাজাত করেন মসজিদের খতিব।
মিলাদ মাহফিলে অংশ নেয় শাহী জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন মিজান মিজিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।
তরপুরচণ্ডী আনন্দ বাজার মসজিদ
চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নে আনন্দবাজার জামে মসজিদে গত শনিবার বাদ মগরিব পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মসজিদের খতিব মাওঃ হাফেজ আব্দুল হান্নান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হাফেজ শরীফ হোসেন কাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় চাঁদপুরে কালেক্টরেট জামে মসজিদ, চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদ, পূর্ব নাজির পাড়া এলাহি জামে মসজিদ, মমিনপাড়া আব্দুস সামাদ জামে মসজিদ, মির্জাপুর জামে মসজিদসহ বিভিন্ন মাদ্রাসা ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ এ দিবসটি পালন করেছে।