প্রকাশ : ০৯ অক্টোবর ২০২২, ০০:০০
আন্তজার্তিক সেবামূলক সংগঠন রোটারী (ডিস্ট্রিক্ট-৩২৮২)-এর আওতায় মতলব রোটারী ক্লাবে ৮ অক্টোবর সকাল ১১টায় ডিস্ট্রিক্ট গভর্নর রুহেলা খান চৌধুরী অফিসিয়াল ক্লাব ভিজিট সম্পন্ন করেছেন।
ভিজিট শেষে চাঁদপুর রোটারী ভবনে আয়োজিত ক্লাব অ্যাসেম্বলীতে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন গভর্নর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট (২০২৩-২৪) রোটাঃ ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটাঃ শাহজাহান সাজু, ডিস্ট্রিক্ট ফার্স্ট জেন্টেলম্যান রোটাঃ জিয়াউদ্দিন চৌধুরী এবং মতলব রোটারী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ও ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রোটাঃ ডাঃ একেএম মাহাবুবুর রহমান।
ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকিরের সভাপতিত্বে ও পরিচালনায় বক্তব্য রাখেন ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ ইফতেখার উদ্দিন কাদরী, সেক্রেটারী রোটাঃ মোঃ মনির হোসেন, ডিরেক্টর রোটাঃ হেদায়েত উল্লাহ, রোটাঃ মোঃ কামাল হোসেন, রোটাঃ সজল ঘোষ, রোটার্যাক্ট প্রেসিডেন্ট ইমন সরকার প্রমুখ।
অ্যাসেম্বলীর পূর্বে হোটেল গ্র্যান্ড হিলশার ২য় তলায় ক্লাব প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ইলেক্ট ও সেক্রেটারীর সাথে গভর্নরের এক্সক্লুসিভ সভা হয়।
ক্লাব অ্যাসেম্বলীতে অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন এবং গভর্নর ও সেক্রেটারীকে ক্রেস্ট তুলে দেন প্রেসিডেন্ট, সেক্রেটারীসহ অন্য সদস্যবৃন্দ। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অ্যাসেম্বলীরে মূল কার্যক্রম শুরু হয়।