শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২২, ০০:০০

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও চাঁপই শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটি অনুমোদন
মেহেদী হাসান ॥

কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গত সোমবার রাতে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান পৃথক এ ৩টি কমিটির অনুমোদন দেন।

আগামী ৩ মাসের জন্য কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে ইব্রাহিম মিয়া (দূরন্ত) ও ইমরুল কায়েস নয়নকে যুগ্ম আহ্বায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট, কচুয়া পৌর শাখা ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে ফারদীন আলম ফাহিম ও রবিউল আলম রবিকে যুগ্ম আহ্বায়ক করে ৩৬ সদস্য বিশিষ্ট এবং চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে আব্দুল ওয়াদুদ (শেখ সজিব) ও নূর মোহাম্মদকে যুগ্ম আহ্বায়ক করে ৪৮ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।

কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটির অন্যরা হলেন : যুগ্ম আহ্বায়ক মেহরাব হোসেন মাহি, বিধান সরকার অপূর্ব, সদস্য যথাক্রমে : রবিউল ইসলাম বাবু, আব্রাহাম মাছুম প্রধান, তাওসিফ হোসেন জসিম, শাহাদাৎ হোসেন, মিন্টু চন্দ্র দেবনাথ, রাসেল পাটওয়ারী, হাবিব প্রধান, রবিউল ইসলাম, সাব্বির হোসেন, ইমন রানা, সাকিব হোসেন, নাজমুল হাসান, সাফায়েত হোসেন, আহসান হাবিব সিজান, আকিব হোসেন, আহাদ ইবনে মারুফ, মাসুম বিল্লাহ, নবীর হোসেন, আবু আনাছ, ইয়াছিন পাটোয়ারী ও সাহেদ আহমেদ।

কচুয়া পৌর ছাত্রলীগের নবগঠিত কমিটির অন্যরা হলেন : যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ, আলমগীর খান, জাহিদ হোসেন হৃদয়, আরিফুল ইসলাম, অপূর্ব নাহা, মোঃ তানিম সওদাগর, মেহেদী হাসান সিয়াম, রাকিব বিন খায়ের, হাসিব প্রধান, সদস্য যথাক্রমে : মাহবুব আলম মৃধা, মেহেদী হাসান, হাসিবুল হাসানাত তুষার, ফজলে এলাহী রেদোয়ান, ফরহাদ হোসাইন, বিনয় চন্দ্র শীল, ইয়াছিন পাটোয়ারী, সাকিব হাসান, আহসান মাহমুদ, হানজালা হোসেন, শাহীন আলম, দীন ইসলাম তুহিন, হাবিব ওয়াহিদ, নাবিল আল শাওন, সাগর সরকার, রায়হান ইসলাম শান্ত, সাকিব আহমেদ, মামুন হোসেন, আব্দুল রাজ্জাক, শাওন গাজী, নাজমুল ইসলাম ইমন, নাজমুর শাহেব শিহাব, মামুন হোসেন, মেহেদী হাসান নাইম ও আশেক এলাহী।

চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির অন্যরা হলেন : যুগ্ম আহবায়ক জুনায়েদ হোসেন অপি, রায়হান মজুমদার, রাব্বানি খান, তানভীর পাটোয়ারী, মোঃ জুবায়ের, ছোয়েব মুন্সি শাওন, মহিন উদ্দীন, আসিফ মাহমুদ ভূঁইয়া, মেহেদী পাটোয়ারি, ফরহাদ উদ্দীন রাজু, জাহিদ হাসান, মেহেদী হাসান শিহাব, মেহেদী হাসান মিরাজ, শাহরিয়ার রহমান আল-আমিন, মোঃ সাইমুন খান, সদস্য যথাক্রমে : ফয়েজ উদ্দীন খান, কাউসার বেপারী, আশরাফুল ইসলাম শাওন, মহিব উল্ল্যাহ সায়েল, শাহাদাত হোসেন, শুভ চন্দ্র দে, আঃ আউয়াল কানন, মুছা বিন মালেক, শাকিল আহমেদ যুবরাজ, নাজমুল আরেফিন, নোবেল হোসেন, পারভেজ আহমেদ জিসান, মোঃ সানি, জাহিদ হাসান সোহাগ, সাইদুল আবরার, মেহেদী হাসান শাকিল, শিহাব উদ্দীন ওমর, জুবায়ের মিয়াজী, মাছুম আহমেদ, নূর মোহাম্মদ তকির, রাকিবুল হাসান নাইম, রাকিব হোসাইন, শোহাইব মোল্লা, হাসিবুর রহমান লাবিব, সাইফুল ইসলাম মনির, ইজাজ মজুমদার অভি, মোস্তফা আহসান, তানভীর হোসেন তারেক, মেহেদী হাসান, ফরহাদ হোসেন ও মোঃ সাব্বির হোসেন।

এক প্রতিক্রিয়ায় কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম মিয়া (দুরন্ত), কচুয়া পৌর শাখা ছাত্রলীগের আহ্বায়ক ফারদীন আলম ফাহিম ও চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল ওয়াদুদ শেখ সজিব বলেন, প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এ সংগঠনের একটি ইউনিটের দায়িত্ব পাওয়ায় মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়ন করতে আমাদের অভিভাবক কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ স্যারের নির্দেশে আমরা কাজ করে যাবো। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ছাত্রলীগকে সুসংগঠিত করে কচুয়া উপজেলাকে ছাত্রলীগের দুর্গ হিসেবে গড়ে তুলবো।

চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান জানান, জেলা ছাত্রলীগের অন্তর্গত কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের বর্তমান কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত করে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ৩ মাসের জন্য আহ্বায়ক কমিটিগুলোর অনুমোদন দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়