প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২, ০০:০০
কচুয়ায় মিঞা মোঃ সামছুল আলম মেমোরিয়াল প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কাদলা মিঞা বাড়ি সংলগ্ন মাঠে মিঞা মোঃ সামছুল আলম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডঃ কাউছার আলম (সমীর)।
আওয়ামী লীগ নেতা ইঞ্জিঃ মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর-ই আলম রিহাত, ইউপি সদস্য মিজানুর রহমান, সমাজসেবক জান্নাতুল আলম, মুজাহিদ বিন ওয়াহিদ প্রমুখ। খেলায় মধ্য কাদলাকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে পশ্চিম কাদলা।
আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি এবং ম্যান অব দ্যা ম্যাচ ও খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।