প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২, ০০:০০
![শাহরাস্তিতে মিথ্যা মামলা ও হয়রানির হাত থেকে বাঁচতে মানববন্ধন](/assets/news_photos/2022/10/07/image-24288.jpg)
শাহরাস্তি উপজেলার আয়নাতলী এলাকায় মিথ্যা মামলা ও জালিয়াতির মাধ্যমে ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ভুক্তভোগী ক’টি পরিবারের সদস্য আয়নাতলী বাজারে এ মানববন্ধন করে।
এ সময় তারা ওই গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত গোলাম রহমানের পুত্র কামাল হোসেন ও তার ভাই আনোয়ার হোসেনের শাস্তি দাবি করে স্লোগান দেন। মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী হাবিবুর রহমান মিজান জানান, প্রতারক কামাল হোসেন এলাকায় জালিয়াতির মাধ্যমে ভূমি দখল ও সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। কামাল হোসেন একজন সাজাপ্রাপ্ত আসামি। সরকারি সম্পত্তি জোর করে দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আঃ হান্নান জানান, কামাল হোসেন ও তার ভাই আনোয়ার হোসেন গ্রামের সাধারণ মানুষকে হয়রানি করে আসছে, মিথ্যা মামলার ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
ভুক্তভোগী বাবুল হোসেন জানান, কামাল হোসেন ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করেও কোনো লাভ হয়নি উল্টো মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে তারা।
মানববন্ধনে এলাকার কয়েকশ’ নারী-পুরুষ উপস্থিত থেকে হয়রানি থেকে বাঁচতে কামাল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।