প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২, ০০:০০
শাহরাস্তি উপজেলার বাদিয়া এম হক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ৪ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত এ নির্বাচনে অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে ৫ জন অভিভাবক সদস্য নির্বাচিত হন।
জানা যায়, ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে ৮ জন পুরুষ ও মহিলা অভিভাবক সদস্য পদে ৩ জন মহিলা অংশ নেন। সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। গণনা শেষে বিকেল সাড়ে ৫টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তা মোঃ আহসান উল্যাহ চৌধুরী ফলাফল ঘোষণা করেন। ভোটারদের প্রত্যক্ষ ভোটে মহিলা অভিভাবক সদস্য পদে তাহমিনা সুলতানা ফুলু, পুরুষ সদস্য পদে মোঃ মহসীন উদ্দিন, মোঃ সোলাইমান রায়হান, মোঃ নূরুল ইসলাম বাবুল ও তাজুল ইসলাম নির্বাচিত হন।
নির্বাচনে আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন শাহরাস্তি থানার উপ-পরিদর্শক মোঃ আবু তাহের ও সঙ্গীয় ফোর্স।