প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২, ০০:০০
মহানবমী পূজার দিন ৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরস্থ পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সে দুর্গামণ্ডপে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অসহায়-দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। এ সময় তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করাই হলো বড় ধর্ম। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। স্থান নেই কোনো বৈষম্য সৃষ্টিকারীদের। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাচ্ছি আমরা। সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার প্রতিষ্ঠাসহ দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন সরকার। দেশ আজ মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। যতোদিন শেখ হাসিনা সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে, ততোদিনই আমি আপনি সকলেই নিরাপদ থাকবো।
তিনি আরো বলেন, এদেশে কেউই ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। যদি কেউ এমন করার চেষ্টা করেন তাহলে তাকে আইনের আওতায় আনা হবে এবং তাকে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে।
বস্ত্র বিতরণকালে অতিথিদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ দেবাশীষ কর মধু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ শরীফ আহমেদ, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, জেলা পূজা উদযাপন পরিষদ নেতা পরেশ মালাকার, গোপাল সাহা, লিটন সাহা, কার্তিক সরকার, ডাঃ সহদেব দেবনাথ, হরিসভা পূজা কমিটির সাধারণ সম্পাদক শম্ভুনাথ সাহা, সদস্য উমেষ চন্দ্র সাহা, মধুমঙ্গল বণিক, বাদল পোদ্দার, কালাচান সাহা, অনন্ত চক্রবর্তী, বিশ্বনাথ বণিক প্রদীপ দেবনাথ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিসভা মন্দির কমপ্লেক্স ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়। সভা পরিচালনা করেন মন্দির কমপ্লেক্সের সহ-সভাপতি ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। সুজিত রায় নন্দীসহ অতিথিবৃন্দ অনুষ্ঠানস্থলে পৌঁছলে প্রচুর ভক্ত সমাবেশ পরিলক্ষিত হয়। এ সময় সাধারণ ভক্তবৃন্দ আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং নেতৃবৃন্দের মঙ্গল কামনা করে শ্লোগান দিতে থাকেন। নেতৃবৃন্দ সাধারণ ভক্তদেরকে জড়িয়ে ধরেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।
সুজিত রায় নন্দী এ দিন শহরের আরো কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করেন।