প্রকাশ : ০৪ অক্টোবর ২০২২, ০০:০০
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সুস্থতা কামনায় চাঁদপুর পৌর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর সোমবার বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরী, সেলিমুছ সালাম, খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ সামছুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, পৌর বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন, আহসান উল্যাহ সেন্টু, দীন মোহাম্মদ জিল্লু, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ কাদির বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, হাজী শাহজালাল শেখ, বিএনপি নেতা মীর আনোয়ার হোসেন বাচ্চু, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলেমান ঢালী, যুগ্ম আহ্বায়ক লিটন সরকার, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজ্জাক হাওলাদার, পৌর তাঁতীদলের সভাপতি সফিকুর রহমান পাটওয়ারী, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারীসহ আরো অনেকে। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওঃ জসিম উদ্দিন।
উল্লেখ্য, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সম্প্রতি সদর উপজেলার কুমারডুগীতে নিজের প্রজেক্টের নির্মাণ কাজ পরিদর্শনকালে হঠাৎ পা পিছলে মারাত্মকভাবে আহত হন। পরে চাঁদপুর ও ঢাকায় চিকিৎসা নেয়ার পর উন্নত চিকিৎসার জন্যে বর্তমানে তিনি সিঙ্গাপুর অবস্থান করছেন। তার আশু সুস্থতা কামনা করে বিএনপি ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিক দোয়া অনুষ্ঠিত হচ্ছে।