শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২, ০০:০০

শাহ্তলী কামিল মাদ্রাসার গভর্নিংবডির সভা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহ্তলী কামিল মাদ্রাসার গভর্নিংবডির সভা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর রোববার সকাল ১১টায় চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-এর কার্যালয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি বশির আহমেদ।

তিনি বলেন, আমরা আমাদের কাজে-কর্মে সকলে সকলকে সহযোগিতা করতে হবে। যে যখন যে পদে দায়িত্বে থাকবে, তখন সে পদের দায়দায়িত্ব তিনিই বহন করবেন। আপনারা মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে কাজ করবেন। ভবিষ্যত প্রজন্মকে সঠিক শিক্ষায় গড়তে হবে। আমি চেষ্টা করবো সময় করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করতে। আমার তরফ থেকে দায়িত্বকালীন সময়ে মাদ্রাসার সকল ক্ষেত্রে সহযোগিতা করবো ।

আরও বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিংবডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ ১১৮ বছর পর এ মাদ্রাসায় একটি একাডেমিক ভবন হয়েছে। এজন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে। সবাইকে মাদ্রাসার উন্নয়নে এগিয়ে আসতে হবে। সর্বোপরি ভালো ফলাফল করতে হবে । সভায় বেশ কিছু সিদ্ধান্তসহ শিক্ষকদের উচ্চতর স্কেল ও চাকুরি স্থায়ীকরণ বিষয়ে আলোচনা করা হয়।

সভার শুরুতে মাদ্রাসার পক্ষ থেকে গভর্নিংবডির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান সহ-সভাপতি সোহেল রুশদী, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনসহ গভর্নিংবডির সদস্যবৃন্দ।

সভায় অংশ নেন এবং বক্তব্য রাখেন গভর্নিংবডির শিক্ষক প্রতিনিধি সদস্য ও সহকারী অধ্যাপক মোঃ কামাল উদ্দিন, গভর্নিংবডির দাতা সদস্য হাফেজ জাকির হোসেন তপাদার, অভিভাবক সদস্য মোঃ মোশারফ হোসেন তালুকদার, মোঃ আমির হোসেন খান, মাওলানা হানিফ খান, শিক্ষক প্রতিনিধি সদস্য ও মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুল হালিম গাজী, মাদ্রাসার হিসাবরক্ষক মোঃ শরিফুর রহমান খান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ শরীফ খান, কলেজ অফিস ইনচার্জ মোঃ রানা সরকারসহ অন্যরা। সভার শুরুতে গভর্নিংবডির সদস্যরা নিজেদের পরিচিতি তুলে ধরেন ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়