প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২, ০০:০০
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর ৫০ বছর পূর্তি তথা সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি (দেশব্যাপী সকল জেলায় একযোগে মশাল মিছিল)-এর অংশ হিসেবে ১ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টায় চাঁদপুর জেলা জাসদের সভাপতি অধ্যাপক মোঃ হাছান আলী সিকদার এবং সাধারণ সম্পাদক মনির হোসেন মজুমদারের নেতৃত্বে চাঁদপুর জেলা শহরে মশাল মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে। উক্ত মিছিলে জাসদের জেলা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ জেলা জাসদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর প্রতিষ্ঠাবার্ষিকী।