প্রকাশ : ০২ অক্টোবর ২০২২, ০০:০০
![ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিবৃতি](/assets/news_photos/2022/10/02/image-24079.jpg)
ফরিদগঞ্জে বিভিন্ন সভা-সেমিনারে কথিত পদণ্ডপদবী ব্যবহার করে নিজেদেরকে উপজেলা আওয়ামী লীগের বলে পরিচয় দিয়ে আসছে অসাধু কিছু মানুষ। বিষয়টি দলীয় নেতৃবৃন্দের দৃষ্টি গোচর হলে এ বিষয়ে বিবৃতি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
সাংগঠনিক প্যাডে ১ অক্টোবর শনিবার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়েছে, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সকল নিয়মণ্ডনীতি মেনে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী চলে। যা চাঁদপুর জেলা আওয়ামী লীগ কর্তৃক পর্যবেক্ষণ করা হয়। ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটিতে কোষাধ্যক্ষ বা অন্যান্য কোনো পদে কাউকে সংযোজন বা বিয়োজন করা হয়নি। অনুমোদিত কমিটির বাইরে কাউকে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পদণ্ডপদবী ব্যবহার না করার জন্যে অনুরোধ করা হলো। অন্যথায় সাংগঠনিক বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।