প্রকাশ : ০২ অক্টোবর ২০২২, ০০:০০
পানিতে ডুবে ৫ম শ্রেণীর ছাত্রের মৃত্যু
![পানিতে ডুবে ৫ম শ্রেণীর ছাত্রের মৃত্যু](/assets/news_photos/2022/10/02/image-24077.jpg)
মতলব উত্তরে পানিতে ডুবে ৫ম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মিনহাজ উদ্দিন (১১)। ডাক নাম তামিম হোসেন। সে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামের মিজান প্রধানের ছেলে।
|আরো খবর
জানা যায়, ১ নভেম্বর শনিবার ১১টার দিকে বাড়ির পাশের দোকান থেকে রুটি কিনে আসার সময় মিনহাজ মরহুম দানু সরকারের পুরাণ বাড়ির পুকুরে পড়ে ডুবে যায়। সেখানেই তার মৃত্যু হয়। পরে পাশের বাড়ির মোস্তফা বেপারীর স্ত্রী দিনা আক্তার ওই পুকুর পাড় দিয়ে যাওয়ার পথে দেখেন একটি শিশু পানিতে ভেসে আছে। তখন তিনি চিৎকার দিলে মুক্তার দেওয়ান নামে একজন ও পরে স্থানীয়রা এসে মিনহাজকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বাদ আসর জানাজার নামাজ শেষে ব্রাহ্মণচক কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
মৃত মিনহাজের বাবা মিজান মিয়াজী জানান, মিনহাজ নিশ্চিন্তপুর গ্রীনফেয়ার কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির ছাত্র ছিলো, তার রোল নং ১০। তার মৃগী রোগ ছিল। দুই সন্তানের মধ্যে মিনহাজ বড়।