শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ অক্টোবর ২০২২, ০০:০০

সাংস্কৃতিক পক্ষের  ৮ম দিনে জাগরণী থিয়েটার, সাভারের নাটক রাজার চিঠি  দর্শক নন্দিত
অনলাইন ডেস্ক

চাঁদপুর পৌরসভার গৌরবের ১২৫ বছর উপলক্ষে সাংস্কৃতিক পক্ষের ৭ম দিনে ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় জাগরণী থিয়েটারের নাটক রাজার চিঠি দর্শক নন্দিত হয়েছে। রচনা মাহফুজা হিলালী ও নির্দেশনায় দেবাশীষ ঘোষ। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় পরিবেশিত হয়েছে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের নৃত্যানুষ্ঠান। পরিচালনায় ছিলেন অনিমা সেন চৌধুরী। নাটক শেষে দলের প্রধানের হাতে উৎসবের শুভেচ্ছা স্মারক তুলে দেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।

অনুষ্ঠান শুরুর পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রােেখন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, জেলা কালচারাল অফিসার আয়াজ মাহবুদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুর রহমান সেলিম ও প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদার। আরো উপস্থিত ছিলেন বাজার আদায়কারী এমদাদুল হক মিলন, পশ্চিম বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা বেগম লাকী, পৌরসভার মুদ্রাক্ষরিক রিয়াজ উদ্দিন প্রমুখ।

আগামী ১২ অক্টোবর পর্যন্ত চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে চলবে এ উৎসব। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে উৎসবের কার্যক্রম।

উৎসবে ঢাকা, সাভার, হবিগঞ্জ, কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের ৩২ দল অংশগ্রহণ করছে। সপরিবারে আসার জন্যে আমন্ত্রণ জানিয়েছেন সাংস্কৃতিক পক্ষ উদ্যাপন পরিষদের আহ্বায়ক শুকদেব রায় ও সদস্য সচিব রফিক আহমেদ মিন্টু।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়