প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত উত্তর শাহতলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে স্থানীয় যুব সমাজের উদ্যোগে শান্তিপূর্ণভাবে ১ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় শাহতলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বয়ান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ঢাকা হাসানাবাদ হাউজিং জামে মসজিদের পরিচালক মাদানিয়া ওয়াইছিয়া দারুছুন্নাহ মাদ্রাসার খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী জহিরুল ইসলাম ফরিদী সাহেব।
স্থানীয় যুবনেতা মোঃ নূর-ই আলম গাজীর পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
মাহফিলে আরও ওয়াজ করেন শাহতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান, বিষ্ণুদী সিনিয়র মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ কেফায়েত উল্ল্যাহ ও মান্দারী ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মোশাররফ হোসাইন।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, সাবেক ছাত্র নেতা ও সমাজসেবক আবুল হাশেম রুশদী, ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ বিল্লাল হোসেন খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ সফিক কারী, শাহতলী কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মনির চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল কারী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কবির চৌধুরী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর খান, সেক্রেটারী মোঃ আব্দুল আজিজ খান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ইউডিসির উদ্যোক্তা মোঃ রাজু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মোঃ হান্নান গাজী, মোঃ আজাদ খান, মোঃ বদু গাজী, মোঃ রাসেল পাটওয়ারীসহ অন্যরা। মাহফিলে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
মাহফিলে সভাপতির বক্তব্য রাখেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।