প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
২৮ সেপ্টেম্বর বুধবার বিকেল চারটায় চাঁদপুর শহরের লেডি দেহলভী স্কুলে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিয়াত্তরতম জন্মদিন উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনের উদ্যোগে প্রায় সত্তরজন বয়ঃসন্ধিকালের নারী শিক্ষার্থীর মধ্যে স্যানিটারী ন্যাপকিন ও আয়রন ট্যাবলেট বিতরণ করা হয়েছে। লেডি দেহলভী স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক আবু সায়েমের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি মুক্তা পীযূষের সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব (ডাক বিভাগ) হরিদাস ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের উপ-পোস্ট মাস্টার জেনারেল মোজাম্মেল হোসেন, লেডি দেহলভী স্কুলের প্রধান শিক্ষক ইলিয়াস মিয়া এবং ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস, নারী নেত্রী মাহমুদা খানম ও আওয়ামী লীগ নেত্রী শামীম আরা মুন্নী। আবৃত্তি করেন সহ-সভাপতি খোদেজা মাহবুব ও তাশফিয়া ফাহমি। উপস্থিত ছিলেন সংগঠনের শাহরাস্তি উপজেলার সমবায় কর্মকর্তা মোতালেব খান, উপদেষ্টা মীরা রায় চৌধুরী, সহ-সভাপতি জোহরা বেগম রুমা, কোষাধ্যক্ষ ফাতেমাতুজ জোহরা, অনন্যা দাস, আবৃত্তি দাস এবং ইশা দাশ। অনুষ্ঠানের শুরুতে উক্ত বিদ্যালয়ের ছাত্রীদের মধ্য থেকে তিনজন জননেত্রী শেখ হাসিনার জীবনের ওপর আলোচনা করেন।