শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

এসএ টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু
অনলাইন ডেস্ক

দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এসএ টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মনিরুজ্জামান বাবলু। গত ১৭ সেপ্টেম্বর শনিবার এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত নিয়োগপত্র গ্রহণ করেন তিনি। মনিরুজ্জামান বাবলু ২০০৫ সাল থেকে সাংবাদিকতা পেশায় নিয়োজিত। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেনের বড় ছেলে। বর্তমানে তিনি জাতীয় ইংরেজি দৈনিক ট্রাইবুনালের চাঁদপুর জেলা প্রতিনিধি, দৈনিক আলোকিত চাঁদপুর, সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার যুগ্মণ্ডসম্পাদক ও অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পপুলার বিডিনিউজের এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি জেলা সদরস্থ সাহিত্য মঞ্চের সহ-সভাপতি, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সংগঠনে জড়িত রয়েছেন। তিনি টিআইবির স্বজন শাখার আহ্বায়কসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

বাবলু সাংবাদিক ও সংস্কৃতি কর্মী হিসেবে বহুল পরিচিত। ইতোমধ্যে একুশে বই মেলায় তার গল্পগ্রন্থ ‘কালু মিয়ার পিএইচডি’ ও কাব্যগ্রন্থ ‘সুপ্রভাত’ প্রকাশিত হয়। আগামী বই মেলায় আরো একটি গল্পগ্রন্থ প্রকাশের প্রস্তুতি রয়েছে। তাঁর রচনা ও পরিচালনায় জনতার আদালতে ফাঁসির রায়, কিশোরীর লড়াই, তনু স্মরণে ইভটিজিং, যুগবদল নামক নাটক মঞ্চায়িত হয় । তার শর্টফ্লিম প্রেমারা বেশ আলোচিত হয়েছে।

মনিরুজ্জামান বাবলু পেশাগত দায়িত্ব পালনে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম এবং বিভিন্ন সংগঠনসহ সকল শুভানুধ্যায়ীর সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়