প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন
গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করেছে। চাঁদপুর শহরের বকুলতলা রোডস্থ রেলওয়ে শিশু বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও শোভাযাত্রার আয়োজন করা হয়। ক্লাব প্রেসিডেন্ট মাহমুদা খানমের নেতৃত্বে সেক্রেটারী ডালিয়া খানম, সহ-সভাপতি মিতু আক্তার, সাবেক প্রেসিডেন্ট মুক্তা পীযূষ, এডিটর নাসরিন হোসেন নওশিন, সদস্য নুরজাহান সেতু, রুবিনা মারিয়ম, মুক্তা আক্তার, জয়নাব বিনতে মঈনুদ্দিন, নাজমা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।