প্রকাশ : ২১ আগস্ট ২০২২, ০০:০০
বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা জেলার আদর্শ, সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে অবস্থিত ঐতিহ্যবাহী শাহপুর দরবার শরীফের প্রয়াত পীরসাহেব ক্বেবলা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলাম প্রচারক, ফেদায়ে পাক-পাঞ্জাতান (আলাইহিমুস সালাম), বহু ইসলামী গ্রন্থের প্রণেতা, আলে রাসূল আওলাদে গাউছে পাক (রাঃ) সৈয়দ ড. শেখ শাহজাদা আহমদ পেয়ারা বাগদাদী (রাঃ)-এঁর ১৪২৬ হিজরীর ১৭ মুহাররম ওফাত শরীফ উপলক্ষে শেখ সৈয়দ গোলাম মুহাম্মদ আবদুল কাদের কাওকাব আল্-ক্বাদেরী (মাঃজিঃআঃ) হুজুর ক্বেবলা কর্তৃক প্রতিষ্ঠিত সূফিজমে বিশ্বাসী একটি অরাজনৈতিক ইসলামী সংগঠন জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি রহিমানগর আঞ্চলিক শাখার সার্বিক ব্যবস্থাপনায় রহিমানগর গাউছিয়া সোবহানিয়া আহমদিয়া কাওকাবিয়া কেন্দ্রীয় খানকা শরীফে গত ১৬ আগস্ট ২য় স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ওইদিন বাদ যোহর গরিব ও অসহায় ভাইদের মধ্যাহ্ন ভোজের খাবার বিতরণ করা হয়। বিকেল চারটা থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, নাতিয়া শরীফ গাউছিয়া শরীফা, কাসিদা শরীফ, আল্লাহ আল্লাহ জিকির, দরসে হাদিসে রাসূল, দরূদণ্ডক্বিয়াম শরীফ মোনাজাত ও দোয়ার মাধ্যমে সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির উপদেষ্টা কমিটির সদস্য শফিকুল ইসলাম চৌধুরী।
এক মুসলমান আরেক মুসলমানকে ভালবাসা, এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধাচারণ না করা, কারো ক্ষতি না করা, কারো গীবত না করা, কাউকে হিংসা না করা, কারো মনে কষ্ট না দেয়া সম্পর্কে দরসে হাদিসে রাসূল (সাঃ) পরিবেশন করেন জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির সভাপতি মাওলানা আবু ইউসুফ আল্-ক্বাদেরী, মাওলানা হারুনুর রশীদ আল্-ক্বাদেরী (হাজীগঞ্জ), হাফেজ সুলতান মাহমুদ ক্বাদেরী (হাজীগঞ্জ) ও মাওলানা শরীফুল ইসলাম ক্বাদেরী। জিকিরের মাহফিল পরিচালনা করেন মুহম্মদ মনির হোসেন আল্-ক্বাদেরী। সংগঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির সহ-সভাপতি মুহাম্মদ সাজ্জাদ হোসেন বিএসসি, সাধারণ সম্পাদক মুহাম্মাদ কিবরিয়া শাহপুরী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নূরউদ্দীন আল্-ক্বাদেরী, অর্থ-সম্পাদক মুহাম্মদ শাহজাহান। খানকা পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ জাহাঙ্গীর আলম, শাহআলম শাহপুরী (নূরপুর কেন্দ্রীয় খানকা শরীফ), হাজী সিদ্দিকুর রহমান (আইনগিরি), মুহাম্মদ সাইফুল ইসলাম (মাসনীগাছা), মুহাম্মদ জহিরুল ইসলাম (মন্দুক), হাফেজ মাওলানা মফিজুল ইসলাম (পালগিরি), রহিমানগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খায়ের মেম্বার, কবির হোসেন, জালাল উদ্দিন, আবদুল মান্নান প্রমুখ। এছাড়া জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি উপশাখা কমিটির মুহাম্মদ কামাল, মুহাম্মদ রাব্বি, রাজন, আজাদ, সীমান্ত, বাপ্পীসহ বিভিন্ন পেশাজীবী ধর্মপ্রাণ তরিকত পন্থি সুন্নিজনতা অংশগ্রহণ করেন।