শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৭ আগস্ট ২০২২, ০০:০০

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে শোক দিবসের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা হলে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানানো হবে

অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা হলে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানানো হবে
স্টাফ রিপোর্টার ॥

স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে রোগী বহনকারী হুইল চেয়ার ও ট্রলি প্রদান এবং শোকসভা ও দোয়ার আয়োজন করেছে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। ১৫ আগস্ট বিকেলে হাসপাতালের ৩য় তলার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও বিএমএ চাঁদপুরের সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুমের উপস্থাপনায় শোকসভার শুরুতে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।

উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), এনএসআইর উপ-পরিচালক শাহ মোঃ আরমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা বিএমএ’র সাবেক সভাপতি ডাঃ এসএম সহিদ উল্লাহ, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ সাজেদা বেগম পলিন, হাসাপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সালেহ আহমেদ, আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল, বিএমএ চাঁদপুর-এর সভাপতি ডাঃ নূরুল হুদাসহ সিনিয়র চিকিৎসকগণ।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দীপু মনি এমপি বলেন, সকলে যদি যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। শুধু তাই নয়, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাও সম্ভব হবে।

তিনি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার ভাই-বোন। আমি একজন চিকিৎসক। আগের তুলনায় সেবার মান অনেক পরিবর্তন হয়েছে। এখানে অনেক চিকিৎসক আছেন, যারা এখনও হাসপাতালে সময়মত আসেন না, সঠিকভাবে দায়িত্ব পালন করেন না। আমি নিজে প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছি। আমি আজ আবারো বলে গেলাম যারা ঠিকমত দায়িত্ব পালন করছেন না, আপনারা সংশোধন হয়ে যান, সঠিকভাবে দায়িত্ব পালন করেন। নইলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

শোকসভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওঃ মোশাররফ হোসাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়