মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ আগস্ট ২০২২, ০০:০০

কাল চাঁদপুর স্টেডিয়ামে বয়সভিত্তিক ক্রিকেটারদের প্রাথমিক বাছাই
ক্রীড়া প্রতিবেদক ॥

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক খেলাসমূহ চলতি বছরের অক্টোবর মাস থেকে শুরু হতে যাচ্ছে।

সেই লক্ষ্যে কাল ৭ আগস্ট রোববার চাঁদপুর জেলার বয়সভিত্তিক দল গঠনের জন্যে খেলোয়াড়দের প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে চাঁদপুর স্টেডিয়ামে। বাছাই কার্যক্রম পরিচালনা করবেন চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট কোচ মোমিনুল হক।

উন্মুক্ত বাছাইয়ে অংশগ্রহণে ইচ্ছুক চাঁদপুর জেলায় জন্মগ্রহণকারী খেলোয়াড়দের কাল ৭ আগস্ট সকাল সাড়ে টায় চাঁদপুর স্টেডিয়ামে নিজস্ব খেলার ব্যাট প্যাড এবং গ্লাভস ও ক্রিকেটের পোশাক পরিধান করে এবং অবশ্যই পিইসি, জেএসসি অথবা এসএসসি বা সমমানের পরীক্ষার সার্টিফিকেট ও রেজিস্ট্রেশনের মূলকপি ও ফটোকপি আনতে হবে। এর সাথে জন্মনিবন্ধনের মূলকপি ও ফটোকপি, দুই কপি পাসপোর্ট ও দুই কপি স্ট্যাম্প সাইজের ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। উল্লেখিত কাগজ ব্যতীত কেউ ট্রায়ালে অংশগ্রহণ করতে পারবে না।

বয়সভিত্তিক খেলোয়াড়দের বয়স নিম্নোক্ত সাল অনুযায়ী নির্ধারিত হবে :- অনূর্ধ্ব-১৪ : ১লা সেপ্টেম্বর ২০০৮ বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড়। অনূর্ধ্ব-১৬ : ১লা সেপ্টেম্বর ২০০৬ বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড়। অনূর্ধ্ব-১৮ : ১লা সেপ্টেম্বর ২০০৪ বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড়।

জরুরি প্রয়োজনে যোগাযোগ : চাঁদপুর জেলা ক্রিকেট কোচ শামীম ফারুকী। ০১৬১১০৫১০৬৮

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়