মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ জুলাই ২০২২, ০০:০০

মৈশাদীর সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আবদুল মান্নানের কুলখানি
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের সাবেক সফল ও রাষ্ট্রীয় স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান ও শাহতলী কামিল মাদরাসার গভর্নিংবডির সাবেক সহ-সভাপতি মরহুম আলহাজ্ব শেখ আবদুল মান্নানের কুলখানি উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫ জুলাই সোমবার মরহুমের মৈশাদীস্থ নিজবাড়ি মাটি মহলে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন মিয়া।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম পাটওয়ারী, মরহুমের ভাই চাঁদপুর জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুর রশিদ, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও মরহুমের ছোট ভাই শেখ মনির হোসেন বাবুল, চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, রোটাঃ জামাল হোসেন, মরহুমের বড় ছেলে শেখ স্বপন, রোটাঃ শেখ মঞ্জুরুল কাদের সোহেল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, শাহতলী কামিল মাদ্রাসার সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান, ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী মোঃ শাহালম মিয়াজী, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাকির খান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ বোরহান বেপারী, ৬নং মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ আজাদ খান, ৬নং মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ তারেক খানসহ সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ।

উল্লেখ্য, গত ২২ জুলাই শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে চাঁদপুর শহরস্থ তালতলায় নিজবাসায় বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আলহাজ্ব শেখ আবদুল মান্নান ইন্তেকাল করেছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ভাই, দুই ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আলহাজ¦ শেখ আঃ মান্নান তিন মেয়াদে মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ তৎকালীন সরকার তাকে স্বর্ণপদকে ভূষিত করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়